LOADING

গোরাচাঁদ টুডু : সাঁওতালি সাহিত্যের বিশিষ্ট্য সাহিত্যিক|

Spread the love

১৯১৮ সালের ১৫ ই জুলাই বিশিষ্ট্য সাঁওতালি সাহিত্যিক গোরাচাঁদ টুডু বর্তমান ঝাড়খন্ড রাজ্যের সাঁওতাল পরগনা জেলার পাকুরিয়া থানার অন্তর্গত ঢোলকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মাতলা খোকন সরেন ও মাতার নাম রানী টুডু। তিনি কায়রাবানি সানতাল মিশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। হাজারীবাগ সেন্ট কলম্বাস হাই স্কুল থেকে ১৯৩৭ সালে ম্যাট্রিক এবং সেন্ট কলম্বাস কলেজ থেকে১৯৩৯ সালে Intermediate of Arts পাস করেন । এরপর তিনি স্নাতক পড়ার জন্য সেন্ট কলম্বাস কলেজ ভর্তি হন । কিন্তু তিনি মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে, এক বছরের জন্য ভাগলপুর টিচার্স ট্রেনিং স্কুলে ভর্তি হন। সেখান থেকে পাস করে তিনি ১৯৪৩ সালে কায়রাবানি সানতাল মিশন হাই স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৭৮ সালে তিনি কায়রাবানি সানতাল মিশন হাই স্কুলের প্রিন্সিপাল পদে উন্নীত হন। তাঁর প্রচেষ্টায় ১৯৮০ সালে কায়রাবানি খ্রিস্টান কলেজ প্রতিষ্ঠিত হয় এবং তিনি সেই কলেজের Founder Principal হিসেবে নিযুক্ত হন।
ছাত্র জীবন থেকেই গোরাচাঁদ টুডু সাহিত্য চর্চা শুরু করেন। তৎকালীন পেড়া হড়, হড় সমবাদ, মার্শাল তাবোন, জুগ সিরিজল, হিরলা প্রভৃতি পত্রিকায় তাঁর অজস্র লেখা প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত পুস্তকগুলি হল-
১।চাঁদমালা(১৯৫৭)
২।মিদ টাং কুরিঞ দুলাড় লিদিয়া( অনুবাদ,১৯৬৯)
৩।বাখরা(১৯৮৬)

এছাড়াও তিনি একাধিক নাটক,প্রবন্ধ ও কাহিনী লিখেছেন সেগুলি হল-
১।তল ইদারা(নাটক)
২।যোসেফ ইজরায়েল(নাটক)
৩।ডেভিড আর গলিয়াথ(নাটক)
৪।দিলান ডেনিয়াল(নাটক)
৫।দিগারিয়া টুডু সিকারিয়া(কাহিনী)
৬।সানতাল হুল(প্রবন্ধ)

তথ্য:-মহাদেব হাঁসদা(সম্পাদক, তেতরে পত্রিকা) এর কাছ থেকে গৃহীত।

Loading