LOADING

Santali Artist Association (SAA) এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠন|

Spread the love

পশ্চিমবঙ্গের আদিবাসী সাঁওতালি শিল্পী সত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য এবং শিল্পী বাবদ সরকারি ভাতা ও আদিবাসী সামাজিক সংস্কারের দৃষ্টিভঙ্গি কে সামনে রেখে ২২শা আগস্ট, ২০২১, পশ্চিম মেদিনীপুর জেলার লোধা ভবনে Santali Artist Association (SAA) এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠন করা হল| এই কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Santali Artist Association এর কেন্দ্রীয় সভাপতি মাননীয় কিংবদন্তি সানতালি শিল্পী , রকস্টার সিংরাই সরেন, সম্পাদক -তরুণ কুমার (আমগে বাড়ে সুক রে তাঁহেন মে) ও অন্যান্য সুনামধন্য সংগীত জগতের শিল্পীগণ|
এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সুনামধন্য শিল্পীগণও। উপস্থিত ছিলেন কিংবদন্তি সানতালি ট্রাডিশনাল জগতের গায়িকা লক্ষ্মী হাঁসদা , বাবুলাল হেমরম, বাদল সরেন, স্বপন সরেন,রাজ্য কমিটির সদস্য চিরঞ্জিত হেমরম (উদ্যোক্তা) ও দুবরাজ হাঁসদা। এছাড়া উপস্থিত ছিলেন জলেশ্বর মুর্মু, লক্ষীকান্ত বেসরা ও অন্যান্য গুণী শিল্পীজন।
নবগঠিত SAA(Paschim Medinipur) পশ্চিম মেদিনীপুর জেলা কোর কমিটির গভর্নিং বডি হলেন-
সভাপতি- বাদল সরেন
সহ-সভাপতি- বাবুলাল হেমরম
সম্পাদিকা- লক্ষ্মী হাঁসদা।
সহ-সম্পাদক- লক্ষীকান্ত বেসরা।
কোষাধক্ষ্য – রাফায়েল মান্ডি
সহ -কোষাধক্ষ্য- তপন মুর্মু।

অ্যাডভাইজারি বডি মেম্বার
১। স্বপন সরেন|
২। জলেশ্বর মুর্মু|

সংবাদ সৌজন্য – সমাজ সাড়িম পত্রিকা|

Loading