পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায় আদিম আদিবাসী লোধা সম্প্রদায়ের ১২ বছরের এক নাবালককে নৃশংশ ভাবে পিটিয়ে খুন ও অন্যান্য অন্যায়ের প্রতিবাদ জানাতে গত শনিবার (৭ ই অক্টোবর, ২০২৩), সন্ধ্যে ৬ টার সময় খড়গপুর শহরের ইন্দা ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে খড়গপুর নাগরিক সমাজ|
এই প্রতিবাদ সভায় সামিল হয়ে ১২ বছরের লোধা নাবালককে পিটিয়ে খুন করার তীব্র প্রতিবাদ জানায় West Bengal SC/ST Development Association এর সদস্যগণ|
এই প্রতিবাদ সভায় খড়গপুর নাগরিক সমাজের দাবীগুলি ছিল :-
1) সবং এর লোধা সম্প্রদায়ের নাবালককে হত্যা ও উজ্জয়নীতে নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ,
2) দেশজুড়ে সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মীদের উপর নেমে আসা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও
3) UAPA আইন বাতিল করার এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি দেবার দাবী|
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাধাপদ দাস (কনভেনার, খড়গপুর নাগরিক সমাজ), সৌপর্ণ চক্রবর্তী (খড়গপুর নাগরিক সমাজ), অরুণ হাঁসদা (সভাপতি, West Bengal SC/ST Development Association), প্রদীপ হাঁসদা (সম্পাদক, West Bengal SC/ST Development Association) ও অন্যান্যরা|