LOADING

লোকনায়ক জয়প্রকাশ নারায়ন|

Spread the love
আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়নের জন্মদিন| ১৯০২ সালের ১১ ই অক্টোবর জন্মগ্রহন করেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ন| জনপ্রিয়ভাবে জেপি বা লোকনায়ক হিসাবে পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক ও রাজনৈতিক নেতা ছিলেন। ভারত ছাড় আন্দোলনের নেতা হিসাবেও পরিচিত| ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির বিরুদ্ধে গণতন্ত্র ফেরাবার আন্দোলনকারী নেতা হিসেবে পরিচিত| ৮ই অক্টোবর, ১৯৭৯ এ তিনি মারা যান| ১৯৯৯ সালে জয়প্রকাশ নারায়নকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মরণোত্তরভাবে ভারত রত্ন সন্মানে ভূষিত করে তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় সরকার|

Loading