এই লকডাউনের সময়কালে অনেক মানুষ অনেক রকম ভাবে গরীব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে| চিকিৎসক এবং রাজনৈতিক কর্মী ডাঃ ফুয়াদ হালিমও নিজের মত করে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন| এই লকডাউনের সময় ডাঃ ফুয়াদ হালিম নিজের বেসরকারী হাসপাতালে মাত্র ৫০/- টাকাতে ডায়ালিসিস করছেন| যদিও বেসরকারী হাসপাতালে এই ডায়ালিসিস করাতে কমসে কম ১,৫০০-৩,০০০/- টাকা খরচ হয়|
ডাঃ ফুয়াদ হালিম একজন চিকিৎসক এবং রাজনৈতিক কর্মী| বাড়ি কলকাতার কিড স্ট্রিটে| গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হিসাবে লড়ে ৬.৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন| লকডাউনের দ্বিতীয় দিন থেকে ডাঃ ফুয়াদ হালিম গরীব মানুষের জন্য ডায়েলেসিস করছেন মাত্র ৫০ টাকায়| হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি| ডাঃ ফুয়াদ হালিমের নিজের বাড়ির একাংশে তৈরি হওয়া বেসরকারী হাসপাতালে গরীব মানুষ ডায়েলেসিস করাতে পারছেন মাত্র ৫০ টাকায়| “কলকাতা স্বাস্থ্য সংকল্প” নামে একটি বেসরকারী সংস্থার সাহায্য এই হাসপাতাল চলছে| এই হাসপাতালের ঠিকানা 12, Dr. M Ishaque Road( Formerly, Kyd St, New Market Area, Dharmatala, Kolkata, West Bengal 700016.
এটি সম্পূর্ণ গরীব লোকের হাসপাতাল| ডাঃ ফুয়াদ হালিমের স্কুলের বন্ধুরা মিলে তৈরি করেছেন ২০০৮ সালে| এসি নেই, ঝাঁ চকচকে ক্যান্টিন নেই, লিফট নেই, অপেক্ষা করার সুদৃশ্য লাউঞ্জ নেই| আছে একদল নিম্মবিত্ত অথবা দরিদ্র রোগী, ফুয়াদ-সহ কয়েকজন বিনা মাইনের ডাক্তার আর কিছু স্বাস্থ্যকর্মী|
লকডাউন শুরুর আগে ডাঃ ফুয়াদ হালিমদের হাসপাতালে ডায়েলেসিস করতে খরচ পড়ত ৩৫০/- টাকা| লকডাউন শুরু হওয়ার পর ওঁরা দেখলেন, বাস, ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় গরীব মানুষ ডায়লেসিস করাতে হাসপাতালে আসতে পারছেন না| যাতায়াত খরচ বেড়েছে বিপুল| এত টাকা খরচ করে এসে ৩৫০/- টাকা দিয়ে ডায়েলেসিস করা সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে| চিকিৎসক ফুয়াদ আর তাঁর সঙ্গীরা তাই সিদ্ধান্ত নিলেন, যতদিন লকডাউন চলবে, তাঁরা ডায়েলেসিস করবেন মাত্র ৫০/- টাকায়| হ্যাঁ, মাত্র ৫০ টাকায় ডায়লেসিস করছেন ডাক্তার ফুয়াদ হালিমরা| প্রতিদিন| লকডাউনের শুরু থেকে এখনও পর্যন্ত ওঁদের ওখানে ৫০/- টাকায় ডায়লেসিস হয়েছে ১৫০০ বারেরও বেশী|
তথ্য সূত্র – Arka Bhaduri এর মুখবই দেওয়াল|