LOADING

মানবতার নজির “সভ্যতার ফুল” সদস্যদের|

Spread the love

ঝাড়গ্রাম জেলার কাঁকো পঞ্চায়েতের ভালুক খুলিয়া গ্রামের চারটি অসহায় শিশু কাদুরাম হেম্ব্রম(১৫), সোহাগি হেম্ব্রম(১৪), বীরবাহা হেম্ব্রম(৮), আকাশ হেম্ব্রম(৬)| বিগত চার/পাঁচ মাস আগে পারিবারিক অশান্তিতে ওদের মায়ের মৃত্যু হয়। আইনি কারণে তখন থেকে বাবাও ওদের কাছ ছাড়া। হঠাতই নিশ্পাপ শিশুগুলোর জীবনে নেমে আসে কালো অন্ধকার। ওদের পরিচর্যা করার মতোও তেমন কেউ নেই। যে বয়সে ওদের লেখাপড়া, খেলাধুলা করার কথা, সেই বয়সে ওরা বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করছে। লকডাউনের শুরুতে ওই অসহায় শিশুদের কথা জানতে পেরে ” সভ্যতার ফুল ” এর সদস্যরা ওদের কাছে দুই বার পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। আবার তৃতীয় বার “সভ্যতার ফুল” সংস্হা ওদের খাদ্য সামগ্রী ছাড়াও তুলে দিয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এবং সামান্য কিছু নগদ অর্থ। “সভ্যতার ফুল” পরিবার আগামী দিনেও ওই সুন্দর শিশুদের পাশে থাকার অঙ্গীকার করছে। মানুষ মানুষের জন্য। জয় হোক মানবতার|
সংবাদ সূত্র – উত্তম বিশ্বাসের মুখবই দেওয়াল|

Loading