LOADING

মাঝি পারগানা মহলের সভা|

Spread the love

গত ১৮ ই জুলাই, ২০২১, আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের অবিভক্ত মেদিনীপুর জেলার খড়্গপুর তল্লাটের সবং মূলকের বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো।


এই সভা থেকে আগামী দিনের কর্মসূচির রূপরেখা, যেমন পশ্চিমবাংলায় রমরমিয়ে ছড়িয়ে পড়া ফেক ST সার্টিফিকেট প্রদানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তফসিল লাগু, সাঁওতালি মাধ্যমে শিক্ষার স্বার্থে আলাদা শিক্ষা বোর্ড গঠন, বনাধিকার আইন 𝟐𝟎𝟎𝟔 লাগু, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আদিবাসী উচ্ছেদের নাম করে যে ঠুরগা প্রকল্প, তা বন্ধের এর দাবিতে, আদিবাসীদের ধর্মীয় সেন্দ্রা কে বিভিন্ন এনজিও দ্বারা বন্ধ ও সেন্দ্রা এর নামে কেশ করে হায়রানির প্রতিবাদে –
১) আগামী ৩১ শে জুলাই শালবনি বিধানসভার বিধায়ক অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত ও কেশপুর বিধানসভার বিধায়িকা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং
২) ১লা আগস্ট ডেবরা বিধানসভার বিধায়ক অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী হুমায়ূন কবির ও সবং বিধানসভার বিধায়ক অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ মন্রী মানস ভুঁইয়া এর কাছে গণডেপুটেশন দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তথ্য সূত্র – শিবুলাল মুর্মুর ফেবু দেওয়াল|

Loading