LOADING

ভূমিজ ভাষা স্কুলের শুভ শুচনা |

Spread the love

গত ০৩/১১/২০১৯ সোমবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার অন্তর্গত চিরগোড়া গ্রামে “চিরুগোড়া শহীদ অমর সিং অল-অনল আখড়া” নামে একটি ভূমিজ ভাষা স্কুলের শুভ শুচনা হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভূমিজ মুণ্ডা কল্যান সমিতির সহ-সভাপতি মাননীয় তপন কুমার সর্দার, পশ্চিমবঙ্গ ভূমিজ ভাষা কাউন্সিলের সম্পাদক ধনঞ্জয় সর্দার সহ কাউন্সিলের অন‍্যান‍্য সদস্য বৃন্দ এবং ধজুড়ী ও পুকুরিয়া ভূমিজ আখড়ার ছাত্র-ছাত্রী বৃন্দ।

Loading