লিখেছেন – প্রদীপ কুমার হাঁসদা
ভারতীয় সংবিধান রচনার সময় মোট ৮টি তপশীল ছিল (বর্তমানে ১২টি তপশীল আছে), যার মধ্যে ২ তপশীলই শুধুমাত্র আদিবাসীদের জন্য রচিত – ১) পঞ্চম তপশীল ও ২) ষষ্ঠ তপশীল| পঞ্চম ও ষষ্ঠ তপশীলে আদিবাসীদের স্বশাসন ও জমির অধিকারের কথা সংবিধানে লেখা আছে| পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ তপশীল এলাকা নেই কিন্তু The West Bengal Land Reform Act 1955 অনুযায়ি জমির অধিকার সুরক্ষিত আছে তথা আদিবাসীদের জমি যাতে সহজে অ-আদিবাসীরা দখল বা কিনতে না পারে সেটা বলা আছে|
এছাড়াও ভারতীয় সংবিধানের ১৫, ১৬, ১৯, ৪৬, ১৬৪(১), ২৪৩ডি, ২৪৩টি, ২৪৪, ৩৩০, ৩৩২, ৩৩৪, ৩৩৫, ৩৩৮, ৩৪২, ৩৬৬ আর্টিকেল আদিবাসীদের জন্য বিভিন্ন অধিকার সুরক্ষিত করা আছে|
সকল আদিবাসী মানুষদের ও আদিবাসী সংগঠনগুলিকে ভারতীয় সংবিধান পড়তে অনুরোধ করি| আদিবাসী পাড়া ও গ্রামগুলিতে ভারতীয় সংবিধান বর্ণিত আদিবাসীদের অধিকারগুলি প্রচার করতে অনুরোধ করি|
ছবি – ইন্টারনেট থেকে সংগৃহীত|