আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২০ বাংলাদেশে আসন্ন ৯ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন সফল করতে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠীত হল| আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন দিনাজপুরে সফল করার উপলক্ষে গত শুক্রবার ৬ই মার্চ ২০২০ দুপুর ১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি বেসিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সারি সারণা গাঁওতার আহবায়ক চুন্নু টুডু। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক সূর্য্য হেমব্রম, সমাজসেবক গনেশ মার্ডি, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, দিনাজপুর জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক আলেক জান্ডার হাঁসদা, কমল সরেন, রমেশ হাঁসদা, বিমল মুর্মু, সূভাষ চন্দ্র হেমব্রম, মানিক সরেন, বিশুরাম মুর্মুসহ বিভিন্ন জেলা অর্ধ শতাধিক সাঁওতাল নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। এই সভায় আগামী ১৮-১৯ এপ্রিল ২০২০ দিনাজপুর সদরে ৯ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সংবাদ সূত্র – সূভাষ চন্দ্র হেমব্রম (বাংলাদেশ)|