LOADING

বহুমুখি ক্রীড়া প্রতিভার অধিকারী মারাং গমকে জয়পাল সিং মূণ্ডা|

Spread the love

লিখেছেন – Pradip Kumar Hansda.

আদিবাসী ও দলিতদের মধ্যে মেধা ও দক্ষতার কোনো অভাব নেই, দরকার শুধু সুযোগের| যার জলন্ত উদাহরণ মারাং গমকে জয়পাল সিং মূণ্ডা|

সেন্ট জনস কলেজ (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইংল্যাণ্ড) এ পড়াশোনা করার সময় কলেজের হকি টিমের নিয়মিত সদস্য (১৯২২, ১৯২৩, ১৯২৪, ১৯২৫ ও ১৯২৬ সাল) ছিলেন মারাং গমকে জয়পাল সিং মূণ্ডা|

তৎকালীন সময়ে পরাধীন ভারতের নাগরিক হয়ে, একজন আদিবাসী হিসেবে জয়পাল সিং মূণ্ডার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের হকি টিমে নিয়মিত জায়গা পাওয়া আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়|

দুর্দান্ত হকি খেলার জন্য প্রথম ও একমাত্র ভারতীয় হিসেবে Oxford Blues খেতাব পান জয়পাল সিং মূণ্ডা| ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক করা হয় জয়পাল সিং মূণ্ডাকে|

হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ খেলেছেন জয়পাল সিং মূণ্ডার অধিনায়কত্বে| সেই বছর অলিম্পিকে হকিতে প্রথমবার সোনা জেতে ভারতীয় দল যদিও ম্যানেজমেন্টের সাথে মতবিরোধের জেরে ফাইনেলে খেলেননি জয়পাল সিং মূণ্ডা|

অলিম্পিকে দূর্দান্ত খেলার জন্য তৎকালীন ভারতের বড়লাট লর্ড ইরউইন (Lord Irwin, Viceroy of India) ব্যক্তিগত ভাবে জয়পাল সিং মূণ্ডাকে অভিনন্দন জানান|

তবে শুধু হকি খেলায় নয়, জয়পাল সিং মূণ্ডা সমান পারদর্শী ছিলেন ক্রিকেট, ফুটবল, টেনিস, রাগবি, সুটিং, ঘোড়দৌড় তে| কিংবদন্তী ক্রিকেটার দিলীপ সিং ও নবাব পতৌদী দের সাথে ক্রিকেট খেলেছেন জয়পাল সিং মূণ্ডা এবং উনাদের সাথে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল|

The Board of Control for Cricket in India বা BCCI এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন জয়পাল সিং মূণ্ডা| মোহনবাগান হকি ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন জয়পাল সিং মূণ্ডা|
ছবি সৌজন্য – Saint Jones College, Oxford, England.

Loading