আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে জঙ্গলমহলে সংগঠন গোছানো শুরু করল বহুজন সমাজ পার্টি (BSP)| লোকসভা নির্বাচনে ভাল ফল করার দিকে লক্ষ্য রেখে বহুজন সমাজ পার্টি (BSP)-র ঝাড়গ্রাম জেলার নতুন সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবী ও সামাজিক সংগঠক অরুণ হাঁসদা মহাশয়|
আগামী দিনে অরুণ হাঁসদার নেতৃত্বে ঝাড়গ্রাম জেলায় বিএসপি আরো শক্তিশালী হবে বলে আশাবাদী বহুজন সমাজ পার্টি (BSP)-র নেতৃত্ব|
এখানে উল্লেখ্য করা যায় যে জঙ্গলমহলের অতি পরিচিত বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত পঞ্চানন হাঁসদার সুযোগ্য পুত্র অরুণ হাঁসদা মহাশয়| কর্মজীবনে অরুণ বাবু ভারতীয় রেলে কর্মরত ছিলেন ও সম্প্রতি অবসর নিয়েছেন| কর্মজীবনে সরকারি চাকরি করার সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন ও সামাজিক কাজে যুক্ত ছিলেন অরুণ হাঁসদা মহাশয়| বিভিন্ন সময়ে নিম্নলিখিত সংগঠনগুলির সাথে যুক্ত ছিলেন অরুণ হাঁসদা মহাশয়:-
1) All India SC/ST Railway Employees Association (KGP Workshop Secretary ও Zonal Assistant Secretary পদে আসীন ছিলেন),
2) অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ (খড়গপুর মহকুমা কমিটির সহ সম্পাদক ও অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সভাপতি পদে আসীন ছিলেন),
3) All India Confederation of SC/ST Organisations (পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন),
4) Central Board for Worker Education, Ministry of labour, Govt. Of India (Worker Teacher পদে আসীন ছিলেন)|
এছাড়াও আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন| এতদিন ভারতীয় সংবিধান নির্মাতা বাবাসাহেব ডাঃ বি আর আম্বেদকর এর নীতি আদর্শের প্রতি আস্থাশীল থেকে জীবনযাপন ও সামাজিক কাজকর্ম করেছেন অরুণ হাঁসদা মহাশয়| এখন বাবাসাহেব ডাঃ বি আর আম্বেদকর এর নীতি আদর্শের ওপর গঠিত রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি (BSP)-তে যোগ দিয়ে রাজনৈতিক ভাবে আদিবাসী-মূলবাসী-বহুজন সমাজের স্বার্থ রক্ষার সংগ্রামে সামিল হলেন বলে জানালেন অরুণ হাঁসদা মহাশয়|