আজ (২৭/০৮/২০২৩) রবিবার সকাল সাড়ে ৯-০০টায় পলাশডিহা দিশা থেকে –গান্ধীমোড় –সিধু কানো স্টেডিয়াম – নন কোম্পানি — সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে, পলাশডিহা পর্যন্ত একটি বাইসাইকেল রেলি সংঘটিত হলো। দূষণমুক্ত পরিবেশ , প্লাস্টিক মুক্ত পরিবেশ এই বিষয়ে প্রচারের জন্য সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপুর মহকুমা ভেলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর মহকুমা স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের এবং দিশম আদিবাসী গাঁওতার সহায়তায় এই সাইকেল রেলিটি অনুষ্ঠিত হলো । এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার জন্য দুর্গাপুর মহকুমা সহ গোটা রাজ্য , গোটা দেশ , গোটা পৃথিবীর বিভিন্ন মহাদেশে বাই সাইকেল রেলী হচ্ছে।