LOADING

টিডিসিসির স্টল বন্টনে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ আদিবাসীদের|

Spread the love

বাঁকুড়া শহরের বাস স্ট্যান্ড থেকে গোবিন্দ নগর হাসপাতাল যাবার রাস্তার পাশে আদিবাসী উন্নয়ন সমবায় নিগম বা Tribal Development Cooperative Corporation (TDCC) এর পক্ষ থেকে স্টল নির্মান করা হয়েছিল| স্থানীয় আদিবাসীদের অভিযোগ এই স্টলগুলি আদিবাসী বেকার যুবকদের মধ্যে বন্টনের জন্য তৈরী হলেও অ-আদিবাসীদের মধ্যে বন্টনের প্রচেষ্টা চলছিল| ক্ষুদ্ধ আদিবাসীরা গত ০২ রা ডিসেম্বর ২০১৯ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম বা Tribal Development Cooperative Corporation (TDCC) এর আঞ্চলিক অফিসে গিয়ে বিক্ষোভ দেখান| অল আদিবাসী সাঁওতাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়| আদিবাসীদের বিক্ষোভের চাপে TDCC এর আঞ্চলিক ম্যনেজার অনির্দিষ্ট কালের জন্য স্টল বন্টন বন্ধ রাখার কথা ঘোষনা করেন|

Loading