LOADING

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) এর সভা।

Spread the love
আজ শনিবার ১৪/০৯/২০১৯ মালদা জেলার গাজোল ব্লকের গাজোল-২ অঞ্চলের ফতেপুর গ্রামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-এর মালদা জেলা সভাপতি সোমনাথ হেমব্রম মহাশয়, সহ-সম্পাদক অমিল কিস্কু মহাশয়, গাজোল ব্লক সভাপতি যোশেফ কিস্কু মহাশয়, সম্পাদক নারান টুডু মহাশয়, সহ-সম্পাদক জয়দেব কর্মকার মহাশয় ও অন্যান্য নেতা কর্মীবৃন্দ। আজকের সভায় প্রায় ১৭ টি পরিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলে যোগদান করলেন। সবার হাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পতাকা তুলে দেন মালদা জেলা সভাপতি সোমনাথ হেমব্রম মহাশয়।

Loading