আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০১৯ নিয়ে রণকৌশল ঠিক করতে কেন্দ্রীয় কমিটির বৈঠক করল ঝাড়খণ্ড পার্টির প্যারা মুণ্ডু গোষ্ঠী। গত ২৬/০৮/২০১৯ ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরে ঝাড়খণ্ড পার্টির প্যারা মুণ্ডু গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডূ গোষ্ঠী) কেন্দ্রীয় কমিটির সভাপতি প্যারা মুণ্ডু মহাশয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা নির্বাচন ২০১৯ এ ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডূ গোষ্ঠী) একক ভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোন রাজনৈতিক দলের সাথে জোটে যাবে না।
বৈঠকে উপস্থিত ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডূ গোষ্ঠী)-র কেন্দ্রীয় সংগঠন সচিব বিনয় কেরকেট্টা মহাশয় বলেন যে ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডূ গোষ্ঠী) আগামী বিধানসভা নির্বাচন জোরদার ভাবেই লড়াই করবে। ঝাড়খণ্ড পার্টি জল, জঙ্গল, জমির অধিকার নিয়ে আন্দোলন করে আসা রাজনৈতিক দল। ঝাড়খণ্ড পার্টি আদিবাসী-মূলবাসীদের অধিকার নিয়ে দীর্ঘকাল থেকে লড়াই করে আসা রাজনৈতিক দল।
বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডূ গোষ্ঠী)-র কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সবন হোরো, কেন্দ্রীয় সহ-সভাপতি জোহান পাহান, কেন্দ্রীয় সহ-সভাপতি বুধরাম তিরকি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উইল্কিন ডাং, কেন্দ্রীয় অফিস সচিব বিশ্রাম বাগে, পলুস বারলা, উদয় প্রতাপ সিং, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুফল টোপনো, গুম লা জেলা সভাপতি দিলীপ বিরহোড়, ইন্দ্রনাথ ওঁরাও, বুধনি ওঁরাও, প্রকাশ চম্পিয়া ও অনান্যরা।