জাল এসটি সার্টিফিকেটধারীদের গড় উত্তর ২৪ পরগনা জেলাতে এবার প্রকৃত আদিবাসীরা লড়াইয়ের মাঠে| ১৭ সেপ্টেম্বর, ২০২১ বসিরহাট মহকুমা শাসকের করণে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলা শাখার আদিবাসীরা, ফেক এসটি সার্টিফিকেট বিষয়ে একটি মেমোরেন্ডাম জমা করে। আধিকারিকের কাছে তুলে ধরা হয় বিভিন্ন সরকারি দপ্তরে, স্কুল কলেজে কিভাবে অ-আদিবাসী ছাত্র/ছাত্রীরা অন্যায় ভাবে এসটি রিজার্ভড কোটায় জায়গা করে নিচ্ছে। বর্তমান সরকার পরিচালিত দুয়ারে সরকারের মাধ্যমে এরকম প্রচুর ফেক এসটি বার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এসোসিয়েশনের সদস্যরা দাবি করেছেন। বর্তমান সময়ে কোনো ফেক এসটি সার্টিফিকেট যদি পাওয়া যায় তবে তার উপযুক্ত প্রমাণ সহ আধিকারিকের নিকটে অভিযোগ জানালে, উনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উত্তর ২৪ পরগনা জেলা শাখার সম্পাদক প্রদীপ কুমার সর্দার, ইন্দ্রজিৎ মান্ডি, বিকাশ সর্দার প্রমুখেরা।