লিখেছেন – জে . সি . পান্ডে (ভূমিপূত্র)| সম্পাদনা – প্রদীপ কুমার হাঁসদা|
ইতিহাসকে যে মনে রাখেনা ইতিহাস তাকে ক্ষমা করেনা| তার জ্বলন্ত প্রমান ভারতের পিছিয়ে রাখা ৮৫ ভাগ মুলনিবাসী ভারতীয় ভূমিপূত্ররা| যদিও এই মুলনিবাসী ভারতীয় ভূমিপূত্রদের অতিতের গৌরব ময় ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে বহিরাগত বর্নবাদিরা| তার পর ওরা এই মুলনিবাসী ভারতীয় ভূমিপূত্রদের শোষনের হাজারো গ্যারাকল তৈরী করে গোলাম বানিয়ে রেখেছে| এই মুলনিবাসী ভারতীয় ভূমিপূত্ররা সেই গোলামীর জোয়াল কাঁধে নিয়ে বয়ে চলছে বংশ পরম্পরায়| অথচ এই মুলনিবাসী ভারতীয় সমাজে জন্মে ছিলেন গৌতম বুদ্ধ, বিরষা মুন্ডা, সিধু, কানু, চাঁদ, ভৈরব, তিলকা মাঝি, পরান বাউরী, বেনী মাধব হালদার, পঞ্চানন বর্মন, হরিচাঁদ, গুরুচাঁদ, ফুলে, আম্বেদকর, পেরিয়ার, মহাপ্রান মংগুরাম, সন্ত রবিদাস, নারায়ন গুরু ও আরো অনেকে| এরা সমাজকে দেখিয়ে গেছেন বর্নবাদীর শোষন থেকে মুক্তির পথ| কিন্তু অধিকাংশ মুলনিবাসী ভারতীয় ভূমিপূত্ররা ওনাদের পথ গ্রহন করেনি| তাই জনসংখ্যায় ৮৫ ভগ হয়েও ১৫ ভাগ বর্ণবাদীদের গোলামী করে চলেছে| এই গোলামী করার কারন এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন| তাই হে ভূমিপূত্ররা আগামী বংশধর দের বর্নবাদের অত্যাচার থেকে মুক্তি দেবার জন্য এক হ ই| নম বুদ্ধায়, জয় হরিগুরুচাঁদ, জয় ভীম । (ছবি – প্রতিকী)