LOADING

আদিবাসী জুমিৎ জিয়াড় মার্শাল গাঁওতার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশন শিবির।

Spread the love

গত ০৮ ই অক্টোবর, ২০২৩ (রবিবার) আদিবাসী জুমিৎ জিয়াড় মার্শাল গাঁওতা (পাড়ুধাওড়া) যাত্রা কমিটির উদ্যোগে ও নেতাজি আই হাসপাতাল মুরাড্ডি, রামচন্দ্রপুর, পুরুলিয়া এর সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশন শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে বিশিষ্ট ডাক্তারগণদের উপস্থিতিতে ৭৩ জন রোগীর চোখের সমস্যা নিয়ে পরীক্ষা করানো হয়, যার মধ্যে ৩২ জন রোগী চক্ষু ছানি অপারেশনের জন্য নির্বাচিত হন এবং খুব দ্রুততার সাথে দুপুর ১টার মধ্যে চেকআপ সম্পন্ন হয়।

ঐ দিনেই দুপুর ২টোর মধ্যে নির্বাচিত হওয়া রোগীদের নেতাজী আই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ছানি অপারেশন হওয়ার পর গত ১০ ই অক্টোবর, ২০২৩ (মঙ্গলবার) নির্দিষ্ট আই ক্যাম্প পানদোকান গ্রীন হাউসে পৌঁছানো হয়। রোগীদের যাওয়া আসা এবং ছানি অপারেশনের ক্ষেত্রে কোন সমস্যা হয়নি বলে রোগীদের কাছে থেকে জানা যায়।

এই মহৎ কাজে উপস্থিত ছিলেন আদিবাসী জুমিৎ জিয়াড় মার্শাল গাঁওতার সম্পাদক রবি হেমব্রম, সদস্য সাগুন হাঁসদা, সারসাগুন কিস্কু, ও ১০২ নং আদিবাসী ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সভাপতি সূর্যদেব টুডু, মুকুন্দ মুর্মু, বিকাশ টুডু, সুপল সরেন ও আরও অন্যান্য সদস্যরা।
সংবাদ সুত্র:-রবি হেমব্রম, সম্পাদক, আদিবাসী জুমিৎ জিয়াড় মার্শাল গাঁওতা, কুলটি, পশ্চিম বর্ধমান।

Loading